কাজ শক্তি ও ক্ষমতা
একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ হবে
0
কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যে কোণের মান
0
কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ
0
ভূমিতে পতনের মুহূর্তে বৃষ্টির ফোটার ত্বরণ কত হবে
0
1 কেজি ভরের একটি বস্তুকে 0.5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। এক পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত
0.5
ওয়াট ও অশ্বক্ষমতার মধ্যে সম্পর্ক হল
1 H.P= 746 W
2 kg ভরের একটি বস্তুর ভরবেগ 2 kgms-¹ হলে গতিশক্তি কত হবে
1 J
15 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝায়
1 সেকেন্ডে 15 জুল কাজ
একটি চলন্ত বস্তু সমান ভরের একটি বস্তুকে আঘাত করলো। গতিশক্তির কত অংশ স্থানান্তরিত হবে
100%
30m উচ্চতা থেকে একটি বলকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বলটির গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে
10m
একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতি শক্তি বৃদ্ধি পায় কত
125%
বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত হবে
180⁰≥ø>90⁰
200 গ্রাম ভরের একটি বস্তুর 100 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করা পূর্ব-মুহূর্তের গতিশক্তি কত
196 জুল
m এবং 4m ভরের দুটি গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত
1:2
পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5m উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কোনটি
1:3
200 g ভরের একটি বস্তুর বেগ v= (2i+5j)ms-1 হলে এর গতিশক্তি
2.9 J
60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে
20
50 kg ভরের একটি বস্তুর ভরবেগ 50 ms-1 হলে এর গতিশক্তি কত হবে
25 J
একটি 5 kg বস্তুর সরণ এর লম্ব দিকে 10N ও 5N মানে দুটি বস্তুর উপর বিপরীত দিকে ক্রিয়া করে। বল দুটি দ্বারা কৃতকাজ এর মান কত
25 J
270 kg ভরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে 0.1 ms-1 ধ্রুব বেগে উঠানো হলো। ক্রেনের ক্ষমতা কত
264.6 W
1 কিলোওয়াট ঘন্টা
3.6×10^6 J
একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। ঐরূপ 16টি তক্তা ভেদ করতে গুলির বেগ কত গুণ হবে
4
একটি রাইফেলের গুলির বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত গুণ বাড়বে
4
একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে এর গতি শক্তি হবে
4 গুন
2N বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটি বলের দিকের সাথে 60⁰ কোনে 5 মিটার দূরে সরে গেলে কাজের পরিমাণ কত
5
10 নিউটন বল প্রয়োগ একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে, বল ও সরণের মধ্যবর্তী কোণ 60.
500 জুল
55 কেজি ভরের একটি ব্যক্তি 3 সেকেন্ডে 3 মিটার উঁচু একটি সিঁড়ি বেয়ে উপরে উঠে। তার ক্ষমতা কত
539 ওয়াট
2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হলে কত কাজ হবে
8.4 J
কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ
90
100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 cm/s বেগে ছাদের উপর উঠালে ক্রেনের ক্ষমতা কত
98 W
গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি
K=P²/2m
গতিশক্তির মাত্রা কোনটি
ML²T-²
ক্ষমতা P, বল F ও বেগ v এর মধ্যে সম্পর্ক হল
P=Fv
k স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের x পরিমাণ সরণ ঘটলে সঞ্চিত বিভব শক্তি
W=½kx²
m ভরের একটি বস্তু h উচ্চতা থেকে মাটিতে এসে পড়ল। ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত
mgh
কোন প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি Em এর একটি অংশ কার্যকর শক্তি u-তে রূপান্তরিত হয় এবং বাকি অংশ অপচয় হয় প্রক্রিয়াটি দক্ষতা কত
u/Em*100%
প্রযুক্ত বল এবং সরণের দিক পরস্পর বিপরীত দিকে হলে কৃত কাজ কেমন হবে
ঋণাত্মক
কোনটি ক্ষমতার একক
ওয়াট
কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা কৃতকাজ নিচের কোন রাশিটি পরিবর্তনের সমান
গতিশক্তি
অসংরক্ষণশীল বল এর উদাহরণ কোনটি
ঘর্ষণ বল ও সান্দ্র বল
একটি বস্তুর ভর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি
চারগুন হয়
কোনটি সংরক্ষণশীল বল
তড়িৎ বল
অসংরক্ষণশীল বল এর মান কোনটির উপর নির্ভর করে
পথ
কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি ও ভরবেগের সাথে সম্পর্ক কি
বর্গমূলের সমানুপাতিক
বলের দ্বারা কাজ ধনাত্মক কাজ হয় যদি
বল ও সরণের মধ্যবর্তী কোণ শূন্য হয়
নিচের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি
ভর 2 ও বেগ 3
কোন রাশির একক কিলোওয়াট ঘন্টা
শক্তি
কোন গতিশীল বস্তুর গতিশক্তি Ek এবং ভরবেগ P হলে P বনাম √E লেখচিত্র টি হবে
সরলরেখা
নিচের কোনটি অসংরক্ষণশীল বল
সান্দ্র বল
সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভিতরে কোন শক্তি সঞ্চিত থাকে
স্থিতিশক্তি
একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলো। তার ভরবেগ
√2 গুণ হবে
m ভরের একটি বস্তু E গতিশক্তি তে চলছে এ রৈখিক ভরবেগ কত
√2mE