আমার শিক্ষায় ইন্টারনেট

Pataasin ang iyong marka sa homework at exams ngayon gamit ang Quizwiz!

কাকে বই এর ওয়েবসাইট বলে?

HTML কে

কে কিন্ডল/Kindle তৈরি করে?

amazon.com

স্মার্ট ই-বুক কোথায় ভালোভাবে পড়া যায়?

আইপ্যাড বা ম্যাক কম্পিউটারে

একজন শিক্ষক আসলে কিসের মতো?

আলোক শিখা

মুদ্রিত বইয়ের মতো কিন্তু বাড়তি সুবিধাসহ ই-বুক কোনটি?

ই-পাব/EPUB

মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ কি?

ই-বুক/ই-বই/ইলেকট্রনিক বুক

সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করার জন্য কোন ভাষায় দক্ষ হতে হবে?

ইংরেজি

ইন্টারনেটে ভিডিও কন্টেন্ট-এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন?

ইউটিউব বা এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে

ডিজিটাল কন্টেন্ট ব্যবহার ফলে কি সহজতর হয়?

উপস্থাপন ও স্থানান্তর

যে ই-বুকগুলো কেবল অনলাইনে পড়া যায়, সেগুলো সচরাচর কোথায় প্রকাশিত হয়?

এইচটিএমএল/HTML

তথ্য প্রযুক্তির প্রধান উপকরণ কি?

কম্পিউটার

ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমেই কি দরকার?

কম্পিউটার কিংবা স্মার্ট ডিভাইস

ই-বই কি ব্যবহার করে পড়তে হয়?

কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার/ই-বুক রিডার

ডিজিটাল কন্টেন্ট কি আকারে সম্প্রচারিত হয়?

কম্পিউটারের ফাইল আকারে বা ডিজিটাল পদ্ধতিতে

অনেক কোম্পনি কিসের কথা মাথায় রেখে শিক্ষার কাজে ব্যবহার করা সম্ভব সেরকম।আপ্লিকেশন তৈরি করছে?

ট্যাবলেট

ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি কি আছে?

ট্যাবলেট

ডিজিটাল কন্টেন্ট/উপাত্ত কি কি পদ্ধতিতে সংরক্ষিত হতে পারে?

ডিজিটাল ও এনালগ পদ্ধতিতে

কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত-গ্রহীত হয় তাহলে সেটি কী?

ডিজিটাল কন্টেন্ট

ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য, ছবি, শব্দ, কিংবা সবই কি?

ডিজিটাল কন্টেন্ট

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা ২-৩ বছর পরে কতগুণ হবে?

দ্বিগুণ

ফ্রিল্যান্সের কাজ করার জন্য কি প্রয়োজন?

ধৈর্য

EPUB-এ কি কি সুবিধা থাকে?

নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা।

টেক্সট/লিখিত কন্টেন্ট —

নিবন্ধ, ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ই-বুক সংবাদপত্র, শ্বেতপত্র।

সাধারণভাবে ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়?

পাঁচটি

মুদ্রিত বইয়ের প্রতিলিপি কি?

পিডিএফ

পিডিএফ এর সম্পূর্ণ রূপ কি?

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট/Portable Document Format

ছবি—

ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কনকরণ, কার্টুন, ইনফো-গ্রাফিক্স, এনিমেটেড ছবি।

ই-পাব এর বই পড়ার উপযুক্ত ক্ষেত্র কোনগুলো?

ফিল্ডস বা আইবুক রিডার

কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কি বলে?

ভিডিও স্ট্রিমিং

ডিজিটাল মাধ্যমে এখনো কিসের পরিমাণই বেশি?

লিখিত তথ্যের

কোন ই-বুকে ত্রিমাত্রিক ছবি যুক্ত করা যায় বা থাকে?

স্মার্ট ই-বুক

যে বইগুলোতে লিখিত অংশ ছাড়াও অডিও/ভিডিও/এনিমেশন ইত্যাদি সংযুক্ত করা যায় সেগুলো কি বলা।হয়?

স্মার্ট ই-বুক/চৌকস ই-বুক

ডিজিটাল কন্টেন্টকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় এবং তা কি কি?

৪টি। ১. টেক্সট/লিখিত কন্টেন্ট, ২. ছবি, ৩. শব্দ বা অডিও, ৪. ভিডিও ও এনিমেশন।


Kaugnay na mga set ng pag-aaral

Outbreaks, Epidemics, and Pandemics

View Set

Personal Finance Unit 2 - Budgeting

View Set

Chp 6 - Metabolism - Questions/Answers

View Set