chemistry chapter 4 part 1

Pataasin ang iyong marka sa homework at exams ngayon gamit ang Quizwiz!

এক মূল ইথানয়িক এসিড ও এক মোল ইথানল নিয়ে ১০০ ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে সাম্যবস্থায় কত মোল ইথাইল ইথানোয়েট উৎপন্ন হয়

.667 মোল

অ্যমোনিয়া উৎপাদনে চাপ কত রাখা হয়

200-300 atm এর মধ্যে রাখলে উৎপাদন বাড়ে, বাস্তবে 200 অ্যটমোসফিয়ার চাপ প্রয়োগ করা হয়

হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতে কত তাপমাত্রা লাগে

450° C

সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনে ভ্যানাডিয়াম প্যানটাঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে কত তাপমাত্রা অত্যনুকূল?

450°C বা 723 K

শিল্পের অত্যানুকুল অবস্থায় NH3 উৎপাদনে Fe প্রভাবকের উপস্থিতিতে....

500 ডিগ্রী সেলসিয়াস বা 773 K তাপমাত্রা ব্যাহত হয়

27 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় নির্মিত অধিকাংশ বিক্রিয়ার শক্তি এর মান কত হয়

55 kJmol-1/55000 Jmol-1

১ মোল নাইট্রোজেন তিন মোল হাইড্রোজেন নিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘটালে কত পারসেন্ট অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়

7%

অ্যমোনিয়া উৎপাদনে কত তাপশক্তি মুক্ত হয়

92.2 kJ

উভমুখী বিক্রিয়া গুলোকে সমীকরণ আকারে লিখতে কি চিহ্ন ব্যবহার করা হয়

=

গ্রীন হাউজ গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায় কোন গ্যাস

CO2

বিক্রিয়ার হারের একক কি

mol/L/s বা M/s

smog শব্দটি কোন শব্দ হতে সৃষ্ট

smoke and fog

বায়ু দূষণ প্রতিরোধক যুদ্ধা রূপে কাজ করে কোনটি

অটোমোবাইল ক্যাটালাইটিক কনভার্টারে ব্যবহৃত pt

এনজাইমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি

অত্যাধিক কার্যকারিতা

অসমসত্ব প্রভাবনের ক্ষেত্রে কোন কৌশলে বিক্রিয়া সংঘটিত হয়

অধীষোশন দ্বারা চার ধাপে

সমসত্ব প্রবণের ক্ষেত্রে কোন মাধ্যমে প্রভা বনের ক্রিয়া কৌশল সংঘটিত হয়

অন্তরবর্তী জৌগ গঠন কৌশল

NO গ্যাস প্রভাবকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা SO2 এর জারন কোন পদ্ধতিতে হয়ে থাকে

অন্তর্বর্তী যৌগ গঠন কৌশল

Na2SO3 কোন ধরনের প্রভাবক

অবিষ্ঠ প্রভাবক

অ্যাসিড বৃষ্টি ঘটাতে ভূমিকা রাখে কোন গ্যাস

অম্লধর্মী SO2

রাসায়নিক শিল্পে ব্যবহৃত প্রায় সব প্রভাবক কেমন

অসমসত্বিয়

সয়াবিনে উপস্থিত ইউরিয়েস এনজাইম এর কার্য প্রক্রিয়া

ইউরিয়া কে বিজারিত করে পরিণত NH3 and CO2 এ পরিনত করে

ধুম্রজাল সৃষ্টিকারক কোনটি

ইথিলিন

সাম্যবস্থায় তাপশক্তিকে একটি কি হিসেবে গণ্য করা হয়

উপাদান হিসেবে

উভমুখী বিক্রিয়া কোন দিক থেকে শুরু করা যায়

উভয় দিক থেকে

বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে

একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হার কে

দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু (t 1/2) কিসের ব্যস্তানুপাতিক হয়

একটি মাত্র বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা(a mol L^-1 )

বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক সক্রিয়ন শক্তি হ্রাস পাওয়ার ক্ষেত্রে কি সৃষ্টি করে

একটি সরলতম বিকল্প পথ

কোনটির সাহায্যে কোন পদ্ধতির সফলতার মাত্রা জানা যায় ?

এটম ইকন্যমি

ইস্ট নামক উদ্ভিদ কোষ থেকে নিঃসৃত জাইমেজ এঞ্জাইম কোথায় ব্যবহৃত হয়

এনজাইম গ্লুকোজকে বিয়োজিত করে অ্যালকোহল ও কার্বন-ডাই-অক্সাইড গ্যাসে পরিণত করে

ভর ক্রিয়ার সূত্র অনুসারে কোন বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক

এর বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক

এক অণু অ্যনহাইড্রেজ এনজাইম এক মিনিটে***বিয়োজন

কার্বনিক এসিডের ( H2CO3) 360 লক্ষ অনুকে বিযোজিত করে

প্রভাবকের কি অত্যন্ত সুনির্দৃষ্ট

কার্যকারিতা

ka এর কি নেই

কোন একক

সুক্রুজ বা ইক্ষু চিরির আর্দ্র বিশ্লেষণে প্রভাবক হিসেবে কাজ করে কোনটি

খনিজ এসিড

গ্যাসীয় মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে কি হয়

গ্যাসের আয়তন সংকুচিত হয়

ভেজিটেবল অয়েল থেকে বায়ো ডিজেল তৈরি করতে উপজাতরুপে কী তৈরী হয়?

গ্লিসারিন পাওয়া যায়

জাইমেজ এনজাইম কিসের বিযোজন কে প্রভাবিত করে

গ্লুকোজের

রাসায়নিক সাম্যের বা সাম্যবস্থার কয়টি অবশ্যকীয় বৈশিষ্ট্য বা‌ শর্ত আছে

চারটি

বিক্রিয়ায় অংশগ্রহণ এর উপযুক্ততা অর্জন করে সে শক্তিকে কি বলে

তাকে ওই বিক্রিয়ার সক্রিয়ন শক্তি বলে

তীব্র অম্ল-ক্ষারকের বেলায় লঘুকরণ সূত্র প্রযোজ্য হয় না কেন

তাদের ক্ষেত্রে সাম্যবস্থা থাকে না বলেই

প্রভাবন ক্রিয়ার প্রধান শর্ত কি

তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস অথবা এর কাছাকাছি এবং PH এর মান 7 এর কাছাকাছি থাকা প্রয়োজন

বিক্রিয়ক অনু বা আয়নগুলোর গতিবেগ কখন বৃদ্ধি পায়

তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে

বিক্রিয়ার হার এর উপর প্রভাব বিস্তারকারী প্রধান নিয়ামক সমূহ কি

তাপমাত্রা, চাপ, ঘনমাত্র

সাম্যবস্থার ফ্যাক্টর কোনগুলো

তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা

সাম্য ধ্রুবক পরিবর্তনের ক্ষেত্রে একমাত্র ভূমিকা কার

তাপমাত্রার

বিভিন্ন শিল্প ডাটা মতে সর্বাধিক অ্যমোনিয়া উৎপাদনের কয়টি সর্ত রয়েছে

তিনটি,98.3%

মোলার ঘনমাত্রা দ্রবণের সম্পূর্ণরূপে বিযোজিত হয় কোনটি

তীব্র অম্ল ও তীব্র ক্ষারক

সাম্যবস্থার প্রমাণের জন্য বহু বিক্রিয়ায় ট্রেসার বা শনাক্তকারী হিসেবে কি ব্যবহার করা হয়েছে

তেজস্ক্রিয় আইসোটোপ

হাইড্রোজেন আয়োডাইড এর সাম্যবস্থা পরীক্ষায় ট্রেসার হিসেবে কি ব্যবহার করা হয়

তেজস্ক্রিয় আয়োডিন 128,53 I

কোন জিনিসগুলো প্রভাবক বিষ রূপে কাজ করে

ধুলাবালি ,সালফার গুড়া, আর্সেনিক অক্সাইড (As2O3) ইত্যাদি

গ্রিণার কেমিস্টগণ এখন কি ব্যবহারে সচেষ্ট আছেন

পরিবেশবান্ধব জৈব দ্রাবক ব্যবহারে

বর্তমানে কোন মনোমার থেকে বিভিন্ন পলিমার উৎপাদন করা হয়

পেট্রোলিয়াম জাত মনোমার

প্রভাবক কিভাবে নিম্নশক্তির ধারায় বা ম্যাকানিজম সংঘটিত করে

প্রতিটি প্রভাবক সংশ্লিষ্ট বিক্রিয়ার বিক্রিয়কের সক্রিয়ন শক্তি রাশ করে বিক্রিয়াটি নতুন ভাবে

রাসায়নিক সাম্যবস্থার উপর কোনটির কোন ভূমিকা নেই

প্রভাবক এর

প্রত্যেক এনজাইমের কি সুনির্দিষ্ট

প্রভাবন ক্রিয়া

শিল্পকারখানায় জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়

প্রাকৃতিক গ্যাস (CH4) ও কয়লা

সাধারণভাবে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য হার কয় গুণ বৃদ্ধি পায়

প্রায় সব বিক্রিয়ার হার দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়

উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত বায়তুল আকার টারসিয়ারি অনু কোনটি

প্রোটিন নামক জটিল জৈব যৌগ, এনজাইম

অটোমোবাইল ইঞ্জিনে এন্টি ফ্রিজরূপে কি ব্যবহার করা হয়

প্রোপালিন গ্লাইকল

কঠিন চর্বি বা মার্জারিন (কৃত্রিম মাখন) কিভাবে উৎপাদন করা হয়

ফুড ইন্ডাস্ট্রিতে কার্বনকার্বন দ্বিবন্ধন যুক্ত অসম্পৃক্ত ভেজিটেবল অয়েল থেকে প্রভাবকীয় হাইড্রেজেনেসন প্রক্রিয়ায়,এখেত্রে প্রভাবক Ni অথবা pt গুঢ়া

স্থানিক বাধা বা স্টেরিক বাধা কাকে বলে

বড় গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে আক্রমণকারী বিক্রিয়ক যে বাধা পায়

বায়ু দূষক NO2 এর বর্ণ কেমন

বাদামী

পরিবেশ রসায়নে কি হিসেবে NO এর ভূমিকা রয়েছে

বায়ু দূষক সৃষ্টিতে

বিক্রিয়ার ক্রম কাকে বলে

বিক্রিয়ক এর ঘাত সমূহের উপর যেসব ঘাত থাকে তাদের সমষ্টিকে

বিক্রিয়া সংগঠনের দ্বিতীয় শর্ত কি

বিক্রিয়ক পদার্থের মধ্যে সংঘটিত সংঘর্ষ অবশ্যই একটি নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগে হতে হবে

বিক্রিয়া সংগঠনের তৃতীয় শর্ত কি

বিক্রিয়ক পদার্থের মধ্যে সংঘর্ষ একটি নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হতে হবে

বিক্রিয়ার হার বা গতিবেগ প্রধানত নির্ভর করে কিসের উপর?

বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার উপর

প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক ( K1)কিসের উপর নির্ভর করে না

বিক্রিয়কের ঘনমাত্রার উপর

শূন্য ক্রম বিক্রিয়ার হার কিসের উপর নির্ভরশীল নয়?

বিক্রিয়কের ঘনমাত্রার উপর

সক্রিয় ভর মানে কি

বিক্রিয়কের দ্রবনের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা এবং গ্যাসীয় বিক্রিয়কের ক্ষেত্রে আংশিক চাপ বুঝায়

প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ( ) কিসের উপর নির্ভর করে না

বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর

তাপ উৎপাদী বিক্রিয়ায় নির্গত তাপ বা তাপহারী বিক্রিয়ায় সূষিত তাপকে বিক্রিয়ার কি বলে

বিক্রিয়া তাপ বা এনথালপির পরিবর্তন

বিক্রিয়া সংগঠনের প্রথম শর্ত কি

বিক্রিয়ায় অংশগ্রহণকারী কণাগুলো যেমন অণু পরমাণু বা আয়নের মধ্যে সংঘর্ষ হতে হবে

প্রকৃত সাম্যের অন্যতম বৈশিষ্ট্য কোনটি

বিক্রিয়ার অসম্পূর্ণতা

বিক্রিয়ার হার ধ্রুবক এর একক কিসের উপর নির্ভর করে

বিক্রিয়ার ক্রমের উপর

অসমসত্ব প্রভাবন কাকে বলে

বিক্রিয়ার বিক্রিয়ক উৎপাদন থেকে ভিন্ন দশায় থাকে

সমসত্ব প্রভাবন কাকে বলে

বিক্রিয়ার সবকিছু একই ফেস বা ভৌত অবস্থায় বর্তমান থাকে

শিল্প জাত কেমন হতে হবে

ব্যাকটেরিয়া নাশ প্রবন

বিক্রিয়া শেষে প্রভাবক এর কিসের পরিবর্তন ঘটে না

ভরের বা গঠনের

কোন দ্রবণে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রযোজ্য

মৃদু অম্ল, মৃদু ক্ষারক ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে র বেলায়

প্রভাবক অনুঘটক কাকে বলে

যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শ উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা রাস করে এবং বিক্রিয়া শেষে নিজের গঠন ও ভর অপরিবর্তিত রাখে

বাতাসে smoge সৃষ্টি হলে কি হয়?

লোক brankaitis ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়

কোন বিক্রিয়া সম্পূর্ণ হলে সাম্যঙ্কের মান কত হতো

শূন্য অথবা অসীম

বিক্রিয়া তাপ কিসের উপর নির্ভরশীল নয়

সক্রিয় শক্তির উপর

পারম্ভিক অবস্থায় বিক্রিয়ক কণার গড় শক্তি এবং অস্থায়ী জটিল অবস্থায় বস্তুকণার গড় শক্তি এর পার্থক্য কে কি বলে

সক্রিয়ন শক্তি

বিক্রিয়ার হার কিসের ব্যস্তানুপাতিক

সক্রিয়ন শক্তির মাত্রা

বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা এর অপর নাম কি

সক্রিয়নকৃত জটিল গঠন অবস্থা

উভমুখী বিক্রিয়া গুলো কি হয় না

সম্পূর্ণ হয় না

প্রথম ক্রম বিক্রিয়া কখনো কি হয় না

সম্পূর্ণভাবে শেষ হয় না

প্রভাবক উভমুখী বিক্রিয়া কি বৃদ্ধি করে

সম্মুখ ও পশ্চাৎ মুখী উভয় বিক্রিয়ার গতি কে

ভেন্ট হফ এর সমীকরণটি কোন সমীকরণের সাথে মিল সম্পন্ন

সরলরেখার সাধারণ সমীকরণ কে

MO ধাতু Fe প্রভাবকের কি

সহায়ক বা প্রমোটর

প্রভাবক উভমুখী বিক্রিয়ার কি পরিবর্তন করতে পারে না

সাম্যবস্থা কে

কয়লাতে কী থাকে ?

সালফার

স্মগে কোন গ্যাস থাকে

সালফার ডাই অক্সাইড

গ্রিন কেমিস্ট্রি উদ্দেশ্যে বাস্তবায়নে কতটি নীতি আন্তর্জাতিকভাবে রসায়নবিদদের দ্বারা নির্ধারিত হয়েছে

১২ টি

সর্বপ্রথম বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব অনুধাবন করেন কে

১৮৮৯ সালে বিজ্ঞানী এস আরহেনিয়াস

বাতাসে সৃষ্ট smog এর বেলায় আদ্র বায়ুতে PH কত হয়

বর্তমানে সাংষ্লেসিক পদ্ধতি সমূহে উৎপাদের সর্বোচ্চ পরিমাণ কত

৭০ থেকে ৯০%

আবদ্ধ পাত্রে হাইড্রোজেন এবং আয়োডিন বিয়োজিত হয়ে কত পারসেন্ট হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে

৮০%


Kaugnay na mga set ng pag-aaral

Exam review quotes from Roll of Thunder and The Outsiders :) (No dots in TJ's name. all first names and last names in the ROT questions, but in Outsiders, it is what they are most commonly known as.)

View Set

[Lección 5] Estructura 2.1 - Completar

View Set

Ch.4 Savings Plans and Payment Accounts.

View Set

Governmental Oversight: CMS and OIG

View Set

Chapter 14/15 Healthcare Finance

View Set

Bootstrap 4 front-end framework compilation

View Set

Terms-Chapter 14 (Independent Demand Inventory)

View Set