বাংলাদেশের অবস্থান ও সীমানা

अब Quizwiz के साथ अपने होमवर्क और परीक्षाओं को एस करें!

সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে বাংলাদেশে কি কি লাভ করে

1 লক্ষ 18 হাজার 813 বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র 12 নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত চলচ্চিত্র সব ধরনের প্রাণী ও প্রাণিজ সম্পদের উপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা

1 নটিক্যাল মাইল এ কত কিলোমিটার

1.853 কিলোমিটার

বাংলাদেশের অভ্যন্তরে ভারতের মোট কতটি ছিটমহল ছিল এবং এর আয়তন কত

111 টি যার আয়তন 17150.05 একর

বাংলাদেশের কতটি জেলায় সরাসরি সমুদ্র উপকূলে সংযোগ রয়েছে

12 টি জেলা চট্টগ্রাম-কক্সবাজার নোয়াখালী পটুয়াখালী সাতক্ষীরা বরগুনা বাগেরহাট খুলনা ভোলা-লক্ষ্মীপুর পিরোজপুর ফেনী

বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত

12 নটিক্যাল মাইল

বাংলাদেশের মোট সমুদ্রসীমা কত

131098 বর্গ কিলোমিটার

সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইবুনাল কবে প্রতিষ্ঠিত হয়

16 নভেম্বর 1994 সালে

বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়

16 মে 1974 সালে

বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব কত

16.5 কিলোমিটার বা 11 মাইল

তিন বিঘা করিডোরের মাপ কত

178 মিটার গুণন 85 মিটার

উপমহাদেশ ভাগের 64 বছর পর দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল কবে বাংলাদেশের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়

19 অক্টোবর 2011

বাংলাদেশ ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলার রায় বাংলাদেশ কতটুকু সমুদ্রসীমা পায়

19,467 বর্গকিলোমিটার

বাংলাদেশ-ভারত স্ট্রীট ম্যাপ মানচিত্রে স্বাক্ষর করে কবে

20 আগস্ট 2011

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত

200 নটিক্যাল মাইল বা 367 কিলোমিটার

ভারতের সংবিধানের কত তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়

2015 সালের 100 তম সংশোধনীর মাধ্যমে

ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয় কবে

2015 সালের 6 মে

ভারতের আইনসভার নিম্ন কক্ষ লোকসভায় বাংলাদেশ ভারতের স্থল সীমান্ত চুক্তি পাস হয় কবে

2015 সালের 7 মে

বাংলাদেশ-ভারতের বিরোধপূর্ণ সমুদ্র এলাকার আয়তন কত

25,602 বর্গ কিলোমিটার

ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর' খুলে দেয়

26 জুন 1992

বাংলাদেশ মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য

283 কিলোমিটার

দহগ্রামের আয়তন কত

35 বর্গমাইল

বাংলাদেশ ভারত সীমানার দৈর্ঘ্য

4156 কিলোমিটার বা 3715 কিলোমিটার

বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য

4427 কিলোমিটার

বাংলাদেশের সর্বমোট সীমারেখা

5,138 কিলোমিটার

ভারতের ভিতরে বাংলাদেশের কতটি ছিটমহল ছিল এবং এর আয়তন কত

51 টি যার আয়তন 7110.02 acre

বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য

711 কিলোমিটার

ভারত মায়ানমার দ্বিপক্ষীয় আলোচনা করেও সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে না পেরে বাংলাদেশ বিষয়টি আন্তর্জাতিক আদালতের সদস্য নিয়ে যায় কবে

8 অক্টোবর 2009 সালে

ভারত কবে তিন বিঘা করিডোর পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের জন্য খুলে দেয়

8 সেপ্টেম্বর 2011 সালে

বাংলাদেশের সর্ব পূর্বের স্থান

আখানইঠং

আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ

আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের 93 তম দেশ

বাংলাদেশের অবস্থান

এশিয়া মহাদেশের দক্ষিণ এ বাংলাদেশের অবস্থান 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা 88° 1 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রী 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে বাংলাদেশে অবস্থিত

আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট থানা

ওয়ারী ঢাকা

বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা

কক্সবাজার

আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন যার আয়তন দুই বর্গমিটার

জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা

গাজীপুর সদর

জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় থানা

গাজীপুর সদর

বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি

চট্টগ্রাম বিভাগ 33771 বর্গ কিলোমিটার

বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা

চাঁপাইনবাবগঞ্জ

বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের থানা

জকিগঞ্জ

বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলার রায় দেয় কবে

জার্মানির হামবুর্গে অবস্থিত আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইবুনাল 2012 সালের 14 মার্চ এ মামলার রায় দেয়

বাংলাদেশ দক্ষিণ-পূর্ব কোণে থানা

টেকনাফ

বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা

টেকনাফ কক্সবাজার

জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় জেলা

ঢাকা

কোন কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগনেই

ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই

জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ

ঢাকা বিভাগ

তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত

তিস্তা নদীর তীরে

বাংলাদেশের সর্ব উত্তরের থানা

তেতুলিয়া পঞ্চগড়

জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট উপজেলা

থানচি বান্দরবান

বাংলাদেশের সবচেয়ে পূর্বের থানা

থানচি বান্দরবান

বাংলাদেশ ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলার রায় দেয় কে এবং কবে

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই মামলার রায় হয় 2014 সালের 7 জুলাই

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা

পঞ্চগড়

বেরুবাড়ী বাংলাদেশের কোন জেলায় অবস্থিত

পঞ্চগড় জেলায়

বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী দু'দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয় কবে

পহেলা আগস্ট 2015

বাংলাদেশ-ভারতের অমীমাংসিত সীমান্ত কত কিলোমিটার এবং কোথায়

ফেনীর মুহুরীর চর এলাকায় দুই কিলোমিটার

আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট উপজেলা

বন্দর থানা নারায়ণগঞ্জ

জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ

বরিশাল বিভাগ

বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কি উল্লেখ ছিল

বাংলাদেশ ভারতকে বেরুবাড়ী হস্তান্তর করবে এবং বিনিময় বাংলাদেশ পাবে তিনবিঘা বিঘা করিডর

ট্রিট ম্যাপ কি জিনিস

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার অর্ধমাইল এলাকা জুড়ে তৈরি করার বিশদ তথ্য সম্বলিত মানচিত্র

বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে

বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি পাস হয় 1974 সালে সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে

বাংলাদেশের আয়তন কত

বাংলাদেশের আয়তন 147570 বর্গ কিলোমিটার 56 হাজার 977 বর্গ মাইল

বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর

বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন শেখ মুজিবুর রহমান এবং ভারতের পক্ষে স্বাক্ষর করেন ইন্দিরা গান্ধী

বাংলাদেশের চারদিকে কি অবস্থিত

বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় পূর্বে ভারতের আসাম ত্রিপুরা মিজোরাম প্রদেশ এবং মিয়ানমার অবস্থিত বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর

বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে

বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে

বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি

বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32 টি

বাংলাদেশের সাথে মোট কয়টি দেশের সীমানা রয়েছে

বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমার এই দুটি দেশের সীমানা রয়েছে

বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে

বাংলাদেশের সাথে ভারতের মোট পাঁচটি সীমান্তবর্তী রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা রয়েছে

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা রয়েছে এগুলো হলো মুর্শিদাবাদ নদিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর 24 পরগনা মালদহ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার

বাংলাদেশের সর্ব উত্তরের স্থান

বাংলাবান্ধা

জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা

বান্দরবান

বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা

বান্দরবান

সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই

বান্দরবান এবং কক্সবাজার

জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট থানা

বিমানবন্দর ঢাকা

অপারেশন পুশইন এবং পুশব্যাক কি

ভারত কর্তৃক একতরফাভাবে বাংলাভাষীদেরকে বাংলাদেশের ঠেলে পাঠানোর প্রচেষ্টা হচ্ছে অপারেশন পুশকিন আর কর্তৃক ছেলে পটানো বাংলাভাষীদের ভারতে ফেরত পাঠানো হলো অপারেশন পুশব্যাক

ভারতের সাথে সীমান্তবর্তী জেলা কয়টি

ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে 30 টি

বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের স্থান

মনাকষা

কোন কোন বিভাগের সকল জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে

ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রতিটি জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে

আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ

ময়মনসিংহ বিভাগ 10584 বর্গ কিলোমিটার

বাংলাদেশ মায়ানমারের কাছ থেকে এবং ভারতের কাছে কতটুকু সমুদ্রসীমা লাভ করে

মায়ানমারের কাছ থেকে 1 লক্ষ 11 হাজার 631 বর্গকিলোমিটার এবং ভারতের কাছ থেকে 19 হাজার 467 বর্গ কিলোমিটার সমুদ্রসীমা লাভ করে

সমুদ্র বিজয় বাংলাদেশে মোট কতটি ব্লক লাভ করে

মায়ানমারের সাথে বিরোধপূর্ণ ২৮ টি ব্লকের মধ্যে বাংলাদেশে পায় ১৮ টি এবং ভারতের সাথে বিরোধপূর্ণ দশটি ব্লকের মধ্যে বাংলাদেশ দশটি লাভ করে

মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের কয়টি জেলা রয়েছে

মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের মোট তিনটি জেলা রয়েছে রাঙামাটি কক্সবাজার বান্দরবান

আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা

মেহেরপুর 716 বর্গ কিলোমিটার

আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা

রাঙামাটি 6116 বর্গ কিলোমিটার

ভারত ও মিয়ানমার ও ভারতের সাথে সীমান্তবর্তী একটি জেলা

রাঙ্গামাটি একমাত্র জেলা যা ভারতের মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী

আয়তনে বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন

ভারতের অধিকাংশ সিটমহল বাংলাদেশের কোন জেলায় ছিল

লালমনিরহাট জেলায়

ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন জেলায় কতটি অবস্থিত ছিল

লালমনিরহাট জেলায় 59 টি পঞ্চগড় জেলায় 36 টি কুড়িগ্রামে 12 টি এবং নীলফামারীতে চারটি

দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল বাংলাদেশের কোন জেলা কোথায় অবস্থিত

লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা

রংপুর বিভাগের কয়টি জেলার সাথে সীমান্ত সংযোগ রয়েছে

লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় এই ছয়টি টি জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে

বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের থানা

শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ

আয়তনে বাংলাদেশের বড় উপজেলা

শ্যামনগর সাতক্ষীরা

আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় থানা

শ্যামনগর সাতক্ষীরা

বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের কোন জেলার অন্তর্গত ছিল

সবকটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্তর্গত

বাংলাদেশ কোন স্থানটি স্বাধীনতা 30 বছর পর বিএসএফের কাছ থেকে উদ্ধার করে

সিলেটের পাদুয়া নামক স্থানটি 2001 সালের 15 এপ্রিল

বাংলাদেশের জাতীয় সংসদে বাংলাদেশ ভারত স্থলসীমান্ত চুক্তি কবে পাস হয়

২৩ নভেম্বর 1974


संबंधित स्टडी सेट्स

Colonial Conquest of Africa and Asia

View Set

Environmental Risk: Definition, Hazard Types, Perception, & Toxicity

View Set

ESTRUCTURA | 7.1 Reflexive verbs- ¡Inténtalo!

View Set

Strategic Supply Chain MNGT CH. 6 T/F

View Set