গড়
M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যক সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত
(AM+BN)/(M+N)
x, yএর মানের গড় 9 এবং z=12 হলে x, y, z এর মানের গড় কত
10
Salma''s average on 4 tests is 80. How does she need on her fifth test to raise her average to 84
100
যদি a, b এবং c এর গড় মান 40 হয়, তবে (3a+10), (3b+10) এবং (3c+10) এর গড় কত
130
একজন বোলার গড়ে 17 রান দিয়ে 7 উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে 8 রান দিয়ে তিনটি উইকেট পান। উইকেট প্রতি রান কত
14.3
পাঁচটি সংখ্যার গড় 6.9। একটি সংখ্যা বাদ দেয়া হলে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় হয় 4.4। বাদ দেওয়া সংখ্যাটির মান কত
16.9
3 জন পুরুষ 6 জন বালকের পায়ের গড় 12 টাকা । একজন পুরুষের আয় দুজন বালকের আয়ের সমান হলে একজন পুরুষের আয় কত
18
20টি সংখ্যার গড় 0 । তাদের মধ্যে সর্বাধিক কতটি সংখ্যা শূন্য অপেক্ষা বড় হবে।
19
যদি (3a + 5b = 10) এবং (5a + 3b = 30) হম, তবে a এবং b এর গাণিতিক গড় কত
2.5
2, 7, 6 এবং x সংখ্যাগুলোর গড় 18। আবার 1, 6, x এবং y এর গড় 10। y এর মান কত
20
যদি a ও b এর ঘর 45 এবং b ও c এর গড় 35 হয়, তবে ( a - c)
20
তিনটি সংখ্যার গড় 7। যদি দুইটি সংখ্যা শূন্য হয় তবে তৃতীয় সংখ্যাটি কত
21
7, 13, p এবং q এর গড় 17 হলে (p + 11) এবং (q - 9) এর গড় কত
25
তিনটি সংখ্যার গড় 24। দুইটি সংখ্যা 21 ও 23 হলে তৃতীয় সংখ্যাটি কত
28
6 টি সংখ্যার গড় ক এবং এদের মধ্যে তিনটির গড় খ । যদি অবশিষ্ট তিনটির গড় গ হয় তবে
2ক = খ + গ
একটি সেটের তিনটি সংখ্যার প্রথম দুটি সংখ্যার গড় 2, শেষের দুটি সংখ্যার গড় 3 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার গড় 4 । সংখ্যা তিনটির গড় কত
3
তিন বন্ধুর ওজনের গড় 33 কেজি। তিনজনের মধ্যে কোন বন্ধুর ওজনই 31 কেজির কম নয়। তিন বন্ধুর একজনের ওজন সর্বোচ্চ কত হতে পারে
37
ক এবং খ এর সমষ্টি 72 গ এর মান 42 । ক খ এবং গ এর গড় মান কত
38
S = {0, 2, 4, 5, 9} সেটের সংখ্যাগুলোর গড় এর মান পরিবর্তন না করে কোন সংখ্যাটি বাদ দেওয়া যেতে পারে
4
কোন পরীক্ষায় 100 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 80। যদি 20% ছাত্র কে বাদ দেওয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত নম্বর হবে 90। 20% ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত
40
4, 6, 7 এবং x এর গড় মান 5.5 হলে x এর মান কত
5
10 টি সংখ্যার গড় 7 । প্রত্যেক সংখ্যাকে 8 দ্বারা গুণ করলে নতুন গড় কত হবে
56
X ইউনিটে খরচ: Y = 5X + 10। 10 ইঊনিটে গড় খরচ কত
6
11 টি সংখ্যার গড় 30। প্রথম পাঁচটি সংখ্যার গড় 25 এবং শেষ পাঁচটি সংখ্যার গড় 28। ষষ্ঠ সংখ্যাটি কত
65
12 জন শিক্ষার্থীর গড় বয়স 20 বছর। যদি নতুন একজন শিক্ষার্থীর বয়স অন্তর্ভুক্ত করা হয় তবে বয়সের গড় 1 বছর কমে যায়। নতুন শিক্ষার্থীর বয়স কত
7
একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর 80। তৃতীয় পরীক্ষার পর তার গড় 82 থেকে কমে 78 হলো। দ্বিতীয় তৃতীয় পরীক্ষায় তার ফলাফলের গড় কত
77
6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান
8
7 জন লোকের গড় ওজন 3 পাউন্ড কমে যায় যখন 10 স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে মতন একজন যোগদান করে। নতুন লোকটির ওজন কত 1 স্টোন = 14 পাউন্ড
8.5 স্টোন
20, 70 এবং ক এর গড় 40 । 20, 70, ক এবং খ এর ঘর 50। খ এর মান কত
80
8 জন ব্যক্তির গড় বয়স 2.5 কেজি বৃদ্ধি পায় যদি 65 কেজি ওজনের এক ব্যক্তির পরিবর্তে নতুন এক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয় । নতুন ব্যক্তির ওজন কত
85
প্রতিটি শেয়ারের মূল্য যখন 90 টাকা ছিল তখন 45000 টাকা বিনিয়োগ করা হলো। প্রতিটি শেয়ারের মূল্য 60 টাকা হলে পুনরায় 3 হাজার টাকা বিনিয়োগ করা হলো। প্রতিটি শেয়ার করে কত টাকা দরে ক্রয় করা হলো
87.27
পাঁচটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 60। এদের তিনটি সংখ্যার গড় 67 হলে অপর সংখ্যাদ্বয়ের মধ্যে একটির সম্ভাব্য বৃহত্তম মান কত
98