GK - June

Lakukan tugas rumah & ujian kamu dengan baik sekarang menggunakan Quizwiz!

How many member countries are there in the Asia-Pacific Economic Cooperation (APEC)?

21

When did Sri Lanka got its Independence Day?

4th Feb, 1948

International Literacy Day is observed on-

8 September

Formation of ozone hole is maximum over

Antarctica

Image can be sent over telephone lines by using

Fax

Which group of countries has launched the "Access to COVID-19 Tools (ACT) Accelerator" initiative recently?

G20

Bild" is popular newspaper of which country?

Germany

What is the currency of Czech Republic?

Koruna

Price theory is also known as-

Micro Economics

What is the element that is in the highest percentage in the composition of the earth?

Oxygen

Field Hockey is the national game of which country?

Pakistan

What is capital of DOMINICA?

ROSEAU

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?

Reserve Bank of India (RBI).

Where is the headquarter of "Multilateral Investment Guarantee Agency"?

Washington DC

২০১৮ সালে ব্যলন ডি'অর জয়ী নারী ফুটবলারের নাম কী?

আদা হেগেরবার্গ, নরওয়ে।

কুয়েতের বর্তমান উপ-প্রধানমন্ত্রীর নাম কী?

আনাস আল সালেহ। তিনি একই সাথে দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। ## মানব পাচারের অভিযোগে বাংলাদেশের এক জন সাংসদ কুয়েতে আটক হওয়ার ঘটনায় কুয়েতের বর্তমান উপ-প্রধানমন্ত্রীর নামটি বেশ আলোচিত হচ্ছে।

'The Sun Also Rises' উপন্যাসটি কে লিখেছেন?

আর্নেস্ট হ্যামিংওয়ে, যুক্তরাষ্ট্র। ## এটি তাঁর প্রথম উপন্যাস, ১৯২৬ সালে প্রথম প্রকাশিত হয়।

The Sun Also Rises' উপন্যাসটি কে লিখেছেন?

আর্নেস্ট হ্যামিংওয়ে, যুক্তরাষ্ট্র। ## এটি তাঁর প্রথম উপন্যাস, ১৯২৬ সালে প্রথম প্রকাশিত হয়।

আমেরিকার আবিষ্কারক হিসেবে পরিচিত নাবিক ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন?

ইতালি। ## সম্প্রতি যুক্তরাষ্ট্রে চলা বর্ণবাদবিরোধী আন্দোলনে কলম্বাসকে দাস প্রথার জন্য দায়ী করে তাঁর বেশ কিছু ভাস্কর্য ভেঙ্গে ফেলা হয়েছে।

Korean Central News Agency (KCNA) কোন দেশের সরকারি বার্তা সংস্থা

উত্তর কোরিয়া।

'কুনা' কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা?

কুয়েত।

কোনটিকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়?

গণমাধ্যম

'সোনামসজিদ স্থলবন্দর' কোন জেলায় অবস্থিত?

চাঁপাইনবাবগঞ্জ।

বর্তমানে দেশের সবচেয়ে দারিদ্র্যপীড়িত উপজেলা কোনটি?

চিলমারি, কুড়িগ্রাম। দারিদ্র্যের হার - ৭৭ শতাংশ

কাকে আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা বলা হয়?

জন ডাল্টন।

বিখ্যাত 'হ্যারি পটার' সিরিজ কে লিখেছেন?

জে কে রাউলিং, যুক্তরাজ্য।

The Tradition' বইটি কে লিখেছেন?

জেরিকো ব্রাউন, যুক্তরাষ্ট্র। ## এই বইটির জন্য তিনি ২০২০ সালের পুলিৎজার পুরষ্কার লাভ করেন।

২০২১ সালের ইসলামিক সলিডারিটি গেমস কোন দেশে আয়োজিত হবে?

তুরস্ক।

বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম?

তৃতীয়। ## ২০১৭ সাল থেকেই এই অবস্থানে আছে বাংলাদেশ। ## মাছের উৎপাদন বাড়ার হারে - দ্বিতীয়। ## চাষের মাছে বিশ্বে অবস্থান - পঞ্চম।

সারা বিশ্বে আলোড়ন তোলা 'বিটিএস' বা 'ব্যঙ্গট্যান বয়েজ' কোন দেশের গানের দল?

দক্ষিণ কোরিয়া।

বিশ্বের বৃহত্তর টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কী?

দ্য সিরাম ইন্সিটিউট অব ইন্ডিয়া, ভারত।

International Criminal Court (ICC) এর সদর দফতর কোথায় অবস্থিত?

দ্য হেগ, নেদারল্যান্ডস। ## প্রতিষ্ঠিত: ১ জুলাই, ২০০২. ## সদস্য - ১২৩টি (সর্বশেষ সদস্য - মালয়েশিয়া)।

দেশে আম উৎপাদনে বর্তমানে শীর্ষ জেলা কোনটি?

নওগাঁ।

বাংলাদেশের সরকারি Mobile Financial Services (MFS) কোম্পানির নাম কী?

নগদ

ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের প্রথম নারী হাইকমিশনারের নাম কী?

নাহিদা রহমান।

আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত অডিটর জেনারেল পদে নির্বাচিত হয়েছেন?

নিনা আহমেদ।

বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি?

পাট ও পাটজাত পণ্য শীর্ষ রপ্তানি খাত - বস্ত্র শিল্প। তৃতীয় - চামড়া ও চামড়াজাত পণ্য।।

বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি?

পাট ও পাটজাত পণ্য। ## শীর্ষ রপ্তানি খাত - বস্ত্র শিল্প। ## তৃতীয় - চামড়া ও চামড়াজাত পণ্য।।

নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?

প্রতিনিধিসভা। ## উচ্চ কক্ষের নাম - ন্যাশনাল অ্যাসেম্বলি।

ভূপৃষ্ঠের কোনও বিন্দু থেকে পৃথিবীর কোনও কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপর দিকের ভূপৃষ্ঠকে যে বিন্দুকে ছেদ করে, তাকে কী বলে?

প্রতিপাদ স্থান। ## বাংলাদেশের ঢাকার প্রতিপাদ স্থান হলো চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

কসোভোর রাজধানীর নাম কী?

প্রিস্টিনা

দাবা খেলার সর্বোচ্চ সংস্থার নাম কী?

ফিদে।

২০২১ সালের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ কোন দেশে আয়োজিত হবে?

বাংলাদেশ। ## পূর্বনির্ধারিত আয়োজক কিরগিজস্তান অপারগতা জানানোয় বাংলাদেশে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।

যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?

ব্যাংক অব ইংল্যান্ড।

ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কী?

মনোজ মুকুল নারভানে।

স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?

মস্তিস্ক।

'লোনার লেক' কোথায় অবস্থিত?

মহারাষ্ট্র, ভারত। ## ৫০ হাজার বছর বয়সী এই লেকের পানি হঠাৎ করে গোলাপি বর্ণ ধারন করায় বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে।

গারো নৃগোষ্ঠীরা নিজেদের কী নামে পরিচয় দেয়?

মান্দি।

নারী টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন কে?

মার্গারেট কোর্ট (২৪টি), অস্ট্রেলিয়া।

কিউবার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

মিগেল দিয়াজ-কানেল। ## রাজধানী - হাভানা।

প্রথমাবারের মতো দেশের নারী বিজ্ঞানীদেরকে দেওয়া সরকারের গবেষণা অনুদানের নাম কী?

মুজিব শতবর্ষ স্বাস্থ্য গবেষণা অনুদান

অভিকর্ষজ ত্বরণ 'g' এর মান কোথায় সবচেয়ে বেশি?

মেরু অঞ্চলে।

সম্প্রতি মারা যাওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কোন জাতীয় চার নেতার সন্তান ছিলেন?

মোহাম্মদ মনসুর আলী।

সম্প্রতি কোন দেশে 'Black Lives Matter' আন্দোলন চলছে?

যুক্তরাষ্ট্র গত ২৫ মে, ২০২০ তারিখে যুক্তরাষ্ট্রের মিনিয়েসোটা পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েড নামক এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে চলছে বর্ণবাদবিরোধী 'Black Lives Matter' আন্দোলন।

উইমেন ডেলিভার' কোন দেশ ভিত্তিক বেসরকারি সংস্থা?

যুক্তরাষ্ট্র।

শেল ওয়েল কোন দেশের জ্বালানী কোম্পানি?

যুক্তরাষ্ট্র। ## বিশ্বের সবচেয়ে বড় জ্বালানী কোম্পানি - আরামকো, সৌদি আরব।

কালো মানুষদের নিয়ন্ত্রণ করতে বিতর্কিত 'জিম ক্রো' আইন কোন দেশে চালু ছিল?

যুক্তরাষ্ট্রে। ## যুক্তরাষ্ট্রে বর্তমানে কৃষ্ণাঙ্গরা মোট জনসংখ্যার - ১৩ শতাংশ।

কোন অঞ্চল দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে?

রাজশাহী।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি কে?

রাবাব ফাতিমা।

পার্লামেন্ট স্কয়ার কোথায় অবস্থিত?

লন্ডন, যুক্তরাজ্য।

কোন নেতার হাত ধরে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল?

লর্ড ক্লাইভ। ## সম্প্রতি যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী আন্দোলনের ঢেউ যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা স্রেশবারি শহরে তৈরি লর্ড ক্লাইভের একটি ভাস্কর্য ভেঙ্গে ফেলতে চাইছেন।

সম্প্রতি কোন সীমান্তে ভারত-চীন সংঘাত চলছে?

লাদাখ সীমান্ত।

সম্প্রতি কোন এলাকা নিয়ে ভারত-নেপাল সীমান্ত বিরোধ চলছে?

লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা। ## চীন-ভারত বিরোধ - লাদাখ সীমান্ত।

অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি ক্ষোভ জানিয়ে সম্প্রতি কোন দেশে বিক্ষোভ শুরু হয়েছে?

লেবানন। ## রাজধানী - বৈরুত।

বর্তমান বিশ্বে যে ১০টি নিম্ন আয়ের দেশ থেকে মানব পাচার হচ্ছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান কত তম?

ষষ্ঠ।

বাংলাদেশের কোন বৈমানিককে যুক্তরাষ্ট্র বিমানবাহিনী 'লিভিং ঈগল' হিসেবে স্বীকৃতি দেয়?

সাইফুল আজম। যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর স্বীকৃতি দেওয়া বিশ্বের ২২ জন 'লিভিং ঈগলস' এর মধ্যে তিনিও একজন। ## গত ১৪ জুন, ২০২০ তিনি মারা যান।

সাবেক রাষ্ট্রনেতা ওলফ পালমে কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

সুইডেন। ## ১৯৮৬ সালের ২৮ ফেব্রুয়ারি আততায়ীর হাতে নিহত হলেও সম্প্রতি তাঁর খুনের রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত 'কাকতাড়ুয়া' উপন্যাসটি কে লিখেছেন?

সেলিনা হোসেন।

'বহিপীর' নাটকটি কে লিখেছেন?

সৈয়দ ওয়ালীউল্লাহ।

বিশ্বব্যাংকের মতে কোনও মানুষের আয় কত ডলারের নিচে হলে তাঁকে অতিদারিদ্র্য বলা হয়?

১.৯০ ডলারের কম। করোনাভাইরাস সংকটের কারণে বিশ্বে এমন মানুষের সংখ্যা হবে - ১১২ কোটি

দেশে বর্তমানে কতটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু আছে

১২০টি আগামী ২০২০-২১ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে বরাদ্দের পরিমাণ - ৭৬ হাজার কোটি টাকা

বিশ্ব রক্তদাতা দিবস' কবে পালিত হয়?

১৪ জুন

বিশ্বে প্রথম কবে বাজেট ঘোষণা করা হয়?

১৪ মার্চ, ১৭৩৩. ## ব্রিটেনের রাজা দ্বিতীয় জর্জের প্রথম মন্ত্রী স্যার রবার্ট ওয়ালপোল এই বাজেট ঘোষণা করেন।

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে কবে হত্যা করা হয়?

১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন কবে যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথা বিলোপের ঘোষণা দেন?

১৯ জুন, ১৮৬৫. ## এই দিনটিকে যুক্তরাষ্ট্রে 'জুনটেনথ ছুটি' হিসেবে পালন করা হয়।

সীমান্ত সমস্যা নিয়ে চীন-ভারত যুদ্ধ কবে সংঘটিত হয়?

১৯৬২ সালে।

বাংলাদেশ কবে জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা Universal health coverage (UHC) সংক্রান্ত প্রস্তাবে স্বাক্ষর করেছে?

২০১২ সালে

কিংবদন্তী মার্কিন সংগীত শিল্পী বব ডিলান কবে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন?

২০১৬ সালে

চীনের প্রেসিডেন্টের মেয়াদ তুলে দেওয়া হয় বা আজীবন করা হয় কবে?

২০১৮ সালে

জাতিসংঘ কবে 'পাবলিক সার্ভিস ডে' উদযাপন করে?

২৩ জুন

২০২০-২১ অর্থবছরের বাজেটে বিদেশি বিনিয়োগের লক্ষ্যমাত্রা কত শতাংশ ধরা হয়েছে?

২৫.৩ শতাংশ

২০২০-২১ অর্থবছরের বাজেটে কত টাকা পর্যন্ত আয়ে কর মওকুফ করা হয়েছে?

৩ লাখ টাকা। ## নারী করদাতা ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের করমুক্ত আয়সীমা - সাড়ে ৩ লাখ টাকা।

২০২০-২১ অর্থবছরের বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে?

৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। ## বাজেট ব্যয় - ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। ## ঘাটতি - ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরের বাজেটে শিল্প ও অর্থনৈতিক সেবার জন্য কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে?

৩ হাজার ৯৪০ কোটি টাকা।

আগামী ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় সংসদ সচিবালয় কী পরিমাণ বরাদ্দ পাচ্ছে?

৩৩৫ কোটি ৩৪ লাখ টাকা

এশীয় ও প্রশান্ত মহাসাগরিীয় অঞ্চলের ৩৫টি দেশের মধ্যে জিডিপির তুলনায় শিক্ষা খাতে খরচে বাংলাদেশের অবস্থান কত তম?

৩৪তম

২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে মোট কত শতাংশ বরাদ্দ ছিল?

৪.৯ শতাংশ। স্বাস্থ্য খাতের অবস্থান - ১১তম (১৫টি খাতের মধ্যে)

দেশে বর্তমানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কয়টি?

৪টি। (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর) এগুলো একই সাথে সরকারি বিশ্ববিদ্যালয়। ## কার্যক্রম চলা বাকি ৪২টি শুধু সরকারি বিশ্ববিদ্যালয়। ## দেশে অনুমোদিত মোট সরকারি বিশ্ববিদ্যালয় - ৫০টি।

২০২০-২১ অর্থবছরে স্বাস্থ্য খাতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে

৪১ হাজার ২৭ কোটি টাকা। ## মোট জিডিপির ১.৩ শতাংশ এবং মোট বাজেট বরাদ্দের ৭.২ শতাংশ।

বিশ্বব্যাংক ২০২০ সালে সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত শতাংশের পূর্বাভাস দিয়েছে?

৫.২ শতাংশ। ## বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে - ১.৬ শতাংশ।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি জিডিপির কয় শতাংশ?

৬ শতাংশ। ## ২০১৯-২০ অর্থবছরে তা ৫.৫ শতাংশ।

দেশে বর্তমানে কতটি ব্যাংকে কার্যক্রম চলছে?

৬০টি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা কত বছর করা হবে?

৬৭ বছর (পূর্বে ছিল - ৬৫ বছর)

দেশে বর্তমানে মোট কতটি কারাগার রয়েছে?

৬৮টি।

ঐতিহাসিক ৬ দফা দিবস কবে পালিত হয়?

৭ জুন।

সুনামির সময় সমুদ্রের ঢেউ ঘণ্টায় কত কিলোমিটার পর্যন্ত হতে পারে?

৮০০-১৩০০ কিমি।

বাজেট ঘাটতি মেটাতে ২০২০-২১ অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে কী পরিমাণ অর্থ ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?

৮৪ হাজার ৯৮০ কোটি টাকা।

হংকংয়ে কবে আসামি বহিঃসমর্পণ বিলের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়?

৯ জুন, ২০১৯.

বাংলাদেশ বাংকের হিসাবে ২০১৯ সালে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত?

৯৪ হাজার ৩৩১ কোটি টাকা


Set pelajaran terkait

Chapter 48: Personal Property and Bailments

View Set

Biology: Quiz 1: Digestive System

View Set

Mastering Astronomy Chapter 10 pt 2

View Set

PSYCH EXAM 1- W2B (depression, suicide and self harm)

View Set

Chapter 10: Experimental and Quasiexperimental Designs

View Set