বাংলাদেশের বনভূমি

Ace your homework & exams now with Quizwiz!

বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে কোথায়?

> রাজশাহী বিভাগে

সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?

UNESCO

পরিবেশ রক্ষায় কোন গাছটি ক্ষতিকর?

ইউক্লিপটাস

বাংলাদেশে কোন জাতীয় গাছ নতুন আমদানি করা হয়েছে?

ইপিল ইপিল ও নীলগুল মোহর

নেপিয়ার' কী?

এক জাতীয় ঘাস

সুন্দরবনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

এটি জাতীয় বন, এটি টাইডাল বন ও একক হিসেবে বৃহত্তম বন

ক্রান্তীয় পাতাঝরা বনে কী কী গাছ পাওয়া যায়?

কড়ই, হিজল, বহেরা, হরিতকি, কাঁঠাল, নিম

ক্রান্তীয় পাতাঝরা বন কী?

ক্রান্তীয় অঞ্চলে যে সব গাছের পাতা বছরে একবার সম্পূর্ণ ঝরে যায়

বাংলাদেশের কোথায় কোথায় টাইডাল বন অবস্থিত?

খুলনা ও পটুয়াখালী জেলার দক্ষিণাংশ উপকূলীয় বনভূমি ও সুন্দরবন এই শ্রেণীর বৃহত্তম বন তাছাড়া কক্সবাজারের চকোরিয়াতেও এই শ্রেণীর বন রয়েছে

কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়?

গরান

চট্টগ্রাম ও রাঙামাটি বনাঞ্চলে কী কী বৃক্ষ জন্মে?

গর্জন, জারুল, সেগুন, চাপালিস, গামার, বাঁশ প্রভৃতি

ভাওয়ালের বনাঞ্চল কোথায় অবস্থিত?

গাজীপুর জেলায়

মধুপুরের বনাঞ্চল কোথায় অবস্থিত?

গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়

চিরহরিৎ পাতাঝরা বনভূমিতে পাতাঝরা গাছ কী কী?

গামারী, শিমুল, কড়ই, সেগুন, জারুল

বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয় কোন কাঠ থেকে?

গেওয়া

গোলপাতা কী কাজে লাগে?

ঘরের ছাউনি হিসেবে

* বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন

চকোরিয়া , কক্সবাজার ।

বর্তমানে দেশে বিভাগ অনুযায়ী বনভূমির পরিমাণ কত?

চট্টগ্রাম বিভাগ ৪৩%, খুলনা বিভাগ ৩৮%,ঢাকা বিভাগ ৭%, সিলেট বিভাগ ৬%, বরিশাল বিভাগ৩%, রাজশাহী বিভাগ ২%

বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোথায়?

চট্টগ্রাম বিভাগে

বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায়?

চট্টগ্রামে

* বিভাগ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি

চট্রগ্রাম বিভাগে ( ৪৩% ) ।

কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?

তুলা গাছকে

ক্রান্তীয় পাতাঝরা বনভূমি কতভাগে ভাগ করা হয়?

দু'ভাগে মধুপুর ও ভাওয়ালের গড় এবং বরেন্দ্র অঞ্চলের বনভূমি

পেন্সিল তৈরি হয় কোন কাঠ থেকে?

ধুন্দল

* অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি

পার্বত্য চট্রগ্রাম অঞ্চলের বনভূমি (প্রায় ১২০০০ বর্গ কি.মি)

বন সংরক্ষণ আইন প্রণীত হয় কত সালে?

বন আইন-১৯৯০ এবং বন আইন-২০০২

কোন জাতীয় গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়?

বাঁশ জাতীয় গাছ

বাংলাদেশের বনজ সম্পদ উন্নয়নে কাজ করে

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন সংস্থা।

* বাংলাদেশে ৩ ধরনের বনভূমি রয়েছে ।

বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি সুন্দরবন ।

পরিবেশের ভারসাম্য রক্ষাকারী কোন জেলায় বনভূমির পরিমান কত?

বাগেরহাট (২,৭০৫.৯৫ বর্গ কি.মি.)

* সুন্দরবনের অপর নাম

বাদাবন ।

বৈলাম বৃক্ষ কোথায় জন্মে?

বান্দরবান বনাঞ্চলে

বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ কোনটি?

বৈলাম বৃক্ষ (উচ্চতা ২৪০ ফুট প্রায়)

বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

ভাওয়াল ও মধুপুরের বনভূমি

সুন্দরবনের মৌয়ালীদের পেশা কী?

মধু সংগ্রহ

ক্রান্তীয় পাতাঝরা বন কোথায় পাওয়া যায়?

ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, রংপুর ও দিনাজপুর

* FAO এর বিশ্ব রিপোর্ট-২০১১ মতে , বাংলাদেশের বনভূমি ,

মোট ভূমির ১১%

* সরকারী হিসেবে বাংলাদেশে বনভুমি ,

মোট ভূমির ১৭.০৮% [

টাইডাল বন কী?

যে ভূমি জোয়ারের পানিতে প্লাবিত হয় আবার ভাটায় শুকিয়ে যায় তাকে টাইডাল বা জোয়ার-ভাটার বন বলে

চিরহরিৎ পাতাঝরা গাছ কোনগুলো?

যেসব গাছের পাতা এক সঙ্গে ঝরে যায় না এবং পাতাগুলো চির সবুজ থাকে

সুন্দরবনের প্রাণিজ সম্পদ কী কী?

রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, সাপ, বিভিন্ন প্রজাতির পাখি প্রভৃতি

বাংলাদেশের কোথায় কোথায় রাবার বাগান রয়েছে?

রামু, মধুপুর ও রাউজানে

ম্যানগ্রোভ' কী?

লোনা পানি বা কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মত এক ধরনের শ্বাস গ্রহণকারী শিকড়বিশিষ্ট গাছকে 'ম্যানগ্রোভ' বলে।

কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?�

শতকরা ২৫ ভাগ

গজারী বৃক্ষ স্থায়ীভাবে কী নামে পরিচিত?

শাল

মধুপুরের বনাঞ্চলের প্রধান বৃক্ষ কী?

শাল

সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য টাইডাল বন কোনটি?

সংরক্ষিত চকোরিয়া বনাঞ্চল

একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি?

সুন্দরবন

পৃথিবীর বিখ্যাত টাইডাল বনভূমি কোনটি?

সুন্দরবন

* পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন

সুন্দরবন ।

ম্যানগ্রোভ' কোথায় কোথায় দেখতে পাওয়া যায়?

সুন্দরবন ও কক্সবাজারের উপকূলীয় জলাভূমিতে

সুন্দরবনে কোন কোন গাছ বেশি পাওয়া যায়?

সুন্দরি, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি

* সুন্দরবন নামকরনের কারণ

সুন্দরী বৃক্ষের প্রাচুর্য ।

সিলেট বনাঞ্চলের প্রধান বৃক্ষ কী কী?

সেগুন, মেহগনি, জারুল ইত্যাদি

* সুন্দরবনের অভয়ারণ্য বলা হয়

হিরণ পয়েন্ট , কাটকা ও আলকি দ্বীপকে ।

বাংলাদেশে জনপ্রতি বনভূমির পরিমাণ

০.০২ হেক্টর।

* বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ

১.৬ মিলিয়ন হেক্টর

* সুন্দরবনের আয়তন

১০০০০ বর্গকিমি. ।

উপকূলীয় সবুজ বেষ্টনী' বনাঞ্চল কয়টি জেলায় করা হয়েছে?

১২টি

সামাজিক বনায়ন কর্মসূচি সর্বপ্রথম শুরু হয়

১৯৮১ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

পরিবেশ নীতি কত সালে ঘোষণা করা হয়?

১৯৯২ সালে

সুন্দরবনের আয়তন কত বর্গমাইল?

২,৪০০ বর্গ মাইল

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (BFRI) অবস্থিত চট্টগ্রামের ষোলশহরে

২৮জেলায় কোন বনভূমি নাই

মধুপুর ও ভাওয়াল গড়ের আয়তন কত?

৪,১০৫ বর্গ কি.মি

বাংলাদেশের বনভূমিকে কয় অঞ্চলে বিভক্ত করা হয়েছে?

৪টি অঞ্চলে যথা: ১) পাহাড়ি বনাঞ্চল, ২) ম্যানগ্রোভ বনাঞ্চল, ৩) সমতল এলাকার শালবন,৪) গ্রামীণ বনঅঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? => পাহাড়ি বা পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল

সুন্দরি গাছ কত দীর্ঘ হতে পারে?

৪০ থেকে ৬০ ফুট

সুন্দরবন বাংলাদেশের কতটি জেলাকে স্পর্শ করেছে?

৫টি যথা- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা

UNESCO কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে এবং কততম?

৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ৭৯৮তম

বাংলাদেশের ব্যবহৃত কাঠের কত ভাগ সুন্দরবন থেকে আসে?

৬০ ভাগ

সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে?

৬২ শতাংশ বাংলাদেশ অংশে রয়েছে ৬০১৭ বর্গ কি.মি যা মোট বনভুমির ৬২ শতাংশ । অবশিষ্টাংশ রয়েছে ভারতে । (সুত্র : উইকিপিডিয়া) বাংলাদেশ অংশে রয়েছে ৬৪৭৪ বর্গ কি.মি । (সুত্র : মাধ্যমিক ভূগোল) এবং ৫৭০৪ বর্গ কি.মি (সুত্র : শিশু বিশ্বকোষ)

বাংলাদেশের ম্যানগ্রোভ বনাঞ্চলের আয়তন কত?

৭,৪১২ বর্গ কি.মি. (প্রায়)

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে কয়টি জেলায় ও কী কী?

৭টি জেলায় যথা: (১) চট্টগ্রাম, (২) রাঙামাটি, (৩) বান্দরবান, (৪) কক্সবাজার, (৫) খুলনা (৬)বাগেরহাট ও (৭) সাতক্ষীরা


Related study sets

MGT 320 Schilling Chp 3 + Discussion

View Set

NCLEX REVIEW PSYCH/MENTAL HEALTH

View Set

Foundations of Care HESI Questions

View Set

Formulas for Career Success: Interview Process - Assessment III

View Set

Programming Logic and Design, Chapter 4, Review Questions (4-8c)

View Set

Economics 1 : DEMAND AND SUPPLY ANALYSIS

View Set