আমার শিক্ষায় ইন্টারনেট

Pataasin ang iyong marka sa homework at exams ngayon gamit ang Quizwiz!

কাকে বই এর ওয়েবসাইট বলে?

HTML কে

কে কিন্ডল/Kindle তৈরি করে?

amazon.com

স্মার্ট ই-বুক কোথায় ভালোভাবে পড়া যায়?

আইপ্যাড বা ম্যাক কম্পিউটারে

একজন শিক্ষক আসলে কিসের মতো?

আলোক শিখা

মুদ্রিত বইয়ের মতো কিন্তু বাড়তি সুবিধাসহ ই-বুক কোনটি?

ই-পাব/EPUB

মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ কি?

ই-বুক/ই-বই/ইলেকট্রনিক বুক

সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করার জন্য কোন ভাষায় দক্ষ হতে হবে?

ইংরেজি

ইন্টারনেটে ভিডিও কন্টেন্ট-এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন?

ইউটিউব বা এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে

ডিজিটাল কন্টেন্ট ব্যবহার ফলে কি সহজতর হয়?

উপস্থাপন ও স্থানান্তর

যে ই-বুকগুলো কেবল অনলাইনে পড়া যায়, সেগুলো সচরাচর কোথায় প্রকাশিত হয়?

এইচটিএমএল/HTML

তথ্য প্রযুক্তির প্রধান উপকরণ কি?

কম্পিউটার

ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমেই কি দরকার?

কম্পিউটার কিংবা স্মার্ট ডিভাইস

ই-বই কি ব্যবহার করে পড়তে হয়?

কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার/ই-বুক রিডার

ডিজিটাল কন্টেন্ট কি আকারে সম্প্রচারিত হয়?

কম্পিউটারের ফাইল আকারে বা ডিজিটাল পদ্ধতিতে

অনেক কোম্পনি কিসের কথা মাথায় রেখে শিক্ষার কাজে ব্যবহার করা সম্ভব সেরকম।আপ্লিকেশন তৈরি করছে?

ট্যাবলেট

ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি কি আছে?

ট্যাবলেট

ডিজিটাল কন্টেন্ট/উপাত্ত কি কি পদ্ধতিতে সংরক্ষিত হতে পারে?

ডিজিটাল ও এনালগ পদ্ধতিতে

কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত-গ্রহীত হয় তাহলে সেটি কী?

ডিজিটাল কন্টেন্ট

ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য, ছবি, শব্দ, কিংবা সবই কি?

ডিজিটাল কন্টেন্ট

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা ২-৩ বছর পরে কতগুণ হবে?

দ্বিগুণ

ফ্রিল্যান্সের কাজ করার জন্য কি প্রয়োজন?

ধৈর্য

EPUB-এ কি কি সুবিধা থাকে?

নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা।

টেক্সট/লিখিত কন্টেন্ট —

নিবন্ধ, ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ই-বুক সংবাদপত্র, শ্বেতপত্র।

সাধারণভাবে ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়?

পাঁচটি

মুদ্রিত বইয়ের প্রতিলিপি কি?

পিডিএফ

পিডিএফ এর সম্পূর্ণ রূপ কি?

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট/Portable Document Format

ছবি—

ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কনকরণ, কার্টুন, ইনফো-গ্রাফিক্স, এনিমেটেড ছবি।

ই-পাব এর বই পড়ার উপযুক্ত ক্ষেত্র কোনগুলো?

ফিল্ডস বা আইবুক রিডার

কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কি বলে?

ভিডিও স্ট্রিমিং

ডিজিটাল মাধ্যমে এখনো কিসের পরিমাণই বেশি?

লিখিত তথ্যের

কোন ই-বুকে ত্রিমাত্রিক ছবি যুক্ত করা যায় বা থাকে?

স্মার্ট ই-বুক

যে বইগুলোতে লিখিত অংশ ছাড়াও অডিও/ভিডিও/এনিমেশন ইত্যাদি সংযুক্ত করা যায় সেগুলো কি বলা।হয়?

স্মার্ট ই-বুক/চৌকস ই-বুক

ডিজিটাল কন্টেন্টকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় এবং তা কি কি?

৪টি। ১. টেক্সট/লিখিত কন্টেন্ট, ২. ছবি, ৩. শব্দ বা অডিও, ৪. ভিডিও ও এনিমেশন।


Kaugnay na mga set ng pag-aaral

Merchant of Venice Act 1 Test (Faustina Academy)

View Set

Chapter 8: Adapting Organizations to Today's Markets

View Set

Chapter 1.1 Scarcity and the Factors of Production

View Set

Chapter 16 The Conquest of the Far West Practice Questions

View Set

(History final) Chapter 4 - Section 1

View Set

14: Definitions, Descriptions, & Instructions

View Set

Carmen Homework 10 - Binomial Distribution

View Set

Business Strategy Exam 1 questions from Connect (CH 2 FSC) Set 1

View Set